বান্দোয়ান: শারদীয়া দুর্গাপূজার সরকারি চেক প্রদান অনুষ্ঠান বান্দোয়ানে
বান্দোয়ান থানা এলাকার ১০ টি দুর্গাপূজা কমিটির হাতে শারদীয়া দুর্গাপূজার সরকারি চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল রবিবার বান্দোয়ান থানা প্রাঙ্গনে। এই দিন উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি তথা বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন, পঞ্চায়েত সমিতির সভাপতি রিঙ্কু মাহাতো, বিডিও রুদ্রাশিষ বন্দ্যোপাধ্যায়, বান্দোয়ান থানার ওসি মনতাজ শেখ প্রমুখ।