পাঁচলা: স্বয়ংসিদ্ধা. নিরাপদ ড্রাইভিং ও মাদক বিরোধী সচেতনতা শিবির রানিহাটিতে গ্রামীণ পুলিশ ও পাঁচলা থানার উদ্যোগে
Panchla, Howrah | Aug 18, 2025 হাওড়া জেলা গ্রামীণ পুলিশ ও পাঁচলা থানার উদ্যোগে রানিহাটি নেতাজি সমাজসাথী ক্লাবে অনুষ্ঠিত হলো স্বয়ংসিদ্ধা, নিরাপদ ড্রাইভিং ও মাদক বিরোধী সচেতনতা শিবির সোমবার আনুমানিক বিকেল চারটে ত্রিশ নাগাদ হাওড়া জেলা গ্রামীন পুলিশ ও পাঁচলা থানা যৌথ উদ্যোগে এই সচেতনতা শিবির করা হলো রানিহাটি নেতাজী সমাজ সাথী ক্লাবের কনফারেন্স হলেতে আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ পুলিশের আধিকারিকরা