রাজনগর: খয়রাশোলে আশা কর্মীদের দাবিপত্র উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে, মুখ্য স্বাস্থ্য আধিকারিক
খয়রাশোল ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৈয়দ সঞ্জয় হোসেন জানিয়েছেন, পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের খয়রাশোল ব্লক কমিটির পক্ষ থেকে যে দাবিগুলি উত্থাপন করা হয়েছে, তা গুরুত্ব সহকারে বিবেচনা করে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। শনিবার ব্লক স্বাস্থ্য দফতরে আশা কর্মীদের পক্ষ থেকে বিভিন্ন দাবিসহ একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। মোবাইল কেনার শর্ত, ভাতা বৃদ্ধি, রিচার্জ ও সারাই খরচ নিয়ে কর্মীদের দাবির বিষয়েও ডাঃ হোসেন বলেন