টোটো করে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কান্দি বাসস্ট্যান্ড চত্বরে টোটো উল্টে তলে পড়ে জখম এক বৃদ্ধা, আজকের এই ঘটনার পর ওই টোটো চালকের তৎপরতায় তাকে উদ্ধার করে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয় চিকিৎসার জন্য
বহরমপুর: কান্দি বাস স্ট্যান্ড চত্বরে টোটো উল্টে তলে পড়ে জখম এক বৃদ্ধা, চিকিৎসার জন্য আনা হয় বহরমপুর MMC হাসপাতালে - Berhampore News