রামপুরহাট ২: তারাপীঠে পূজো দিলেন সংগীত জগতের জনপ্রিয় শিল্পী কেশব দে
আজ ১৫ সেপ্টেম্বর সোমবার দুপুরে বাংলা সংগীত জগতের জনপ্রিয় কণ্ঠশিল্পী কেশব দে উপস্থিত হলেন তারাপীঠে, মা তারার মন্দিরে পূজার্চনা করার জন্য। আনুমানিক সকাল ১2 টা নাগাদ তিনি মন্দিরে পৌঁছান এবং মা তারার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করেন।তার আগমনে মন্দির চত্বরে উপস্থিত ভক্ত ও অনুরাগীদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস ও উৎসাহ। অনেকেই তাঁর সঙ্গে ছবি তোলার সুযোগও পান। উল্লেখ্য কেশব দে বর্তমানে বাংলা গানের জগতে এক পরিচিত নাম এবং তাঁর কণ্ঠের বহু গান শ্রোতাদের হৃদয় জয় করে ।