কৃষ্ণনগর ১: জালালখালি এলাকায় ওষুধের দোকানে ড্রাগকন্ট্রোল আধিকারিকদের হানা, বাজেয়াপ্ত একাধিক ওষুধ;গ্রেপ্তার দোকানের মালিক
ড্রাগ কন্ট্রোল আধিকারিক জানান অভিযোগের ভিত্তিতে জালাল খালি এলাকায় একটি ওষুধের দোকানে তল্লাশি অভিযান চালানো হয়। অভিযোগ ছিল দোকান মালিক বিনা লাইসেন্সে ওষুধ বিক্রি করছে। আমরা সমস্ত বিষয়টি খতিয়ে দেখেছি। বাজেয়াপ্ত করা হয়েছে ওষুধ সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হবে। গ্রেপ্তার করা হবে দোকানের মালিক কে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি জালালখালি বাজার এলাকায়। ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ।