বিনপুর ২: ভারতের কমিউনিস্ট পার্টির ১০৬ তম প্রতিষ্ঠা দিবস পালন ও শহীদ স্মৃতি মার্কসীয় পাঠাগারের উদ্বোধন হল শিলদাতে
ভারতের কমিউনিস্ট পার্টির ১০৬ তম প্রতিষ্ঠা দিবস আজ শুক্রবার পালিত হল শিলদাতে। এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন বিনপুর 2 ব্লকের শিলদাতে, সিপিআইএম শিলদা এরিয়া কমিটির অফিসে শহীদ স্মৃতি মার্কসীয় পাঠাগার এর শুভ উদ্বোধন হয় দুপুর নাগাদ। সিপিআইএমের ঝাড়গ্রাম জেলা সম্পাদক প্রদীপ সরকার এদিন ফিতা কেটে শহীদ স্মৃতি মার্কসীয় পাঠাগারের শুভ উদ্বোধন করেন। এদিন সকাল নাগাদ দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সিপিআইএম দলের ১০৬ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।