ঝালদা বাঘমুন্ডি সড়কের উপর কর্মাডীর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি মারল পিকআপ ভ্যান। স্থানীয় সূত্রে বুধবার সকাল ১১ টা নাগাদ জানা যায় ঝালদা বাঘমুন্ডি রাজ্য সড়কের উপর কর্মাডীর কাছে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে পাল্টি মারে। ওই ভ্যানের মধ্যে পোল্ট্রি ফার্মের বিভিন্ন খাদ্য বস্তা ছিল বলে জানা গিয়েছে। বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেও খালাসির কিছুটা আঘাত লাগে বলে জানা যায়। স্থানীয় মানুষজনের তৎপরতায় চিকিৎসার ব্যবস্থা হয়। এলাকায় চাঞ্চ