ময়নাগুড়ি: অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টারস অ্যান্ড হেড মিস্ট্রেসেস্ এর উদ্যোগে হোগলাপাতা গ্রামে ত্রাণ বিতরণ
অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টারস অ্যান্ড হেড মিস্ট্রেসেস্ এর উদ্যোগে শনিবার বিকেল সাড়ে চারটা নাগাদ হোগলাপাতা গ্রামে ত্রাণ বিতরণ বন্যা দুর্গতদের মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল পশ্চিমবঙ্গের সমস্ত প্রধান শিক্ষকের সংগঠন ASFHM। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে সংগঠনের পক্ষ থেকে আজ হোগলা পাতা গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এই ত্রাণ কর্মসূচিতে ৫০টিরও বেশি পরিবারকে দেওয়া হয় জামা-কাপড়, বিছানার চাদর, শুকনো খাবার (বিস্কুট, মুড়ি, ছাতু, গুড়)