বাঘমুণ্ডী: কালিমাটি থেকে শাঁখামুটি সাপ উদ্ধার করল বনকর্মীরা
কালিমাটি থেকে শাঁখামুটি সাপ উদ্ধার করল বনকর্মীরা। শুক্রবার বিকাল চারটা নাগাদ বনদপ্তর সূত্রে জানা যায়। এদিন বাগমুন্ডি বনাঞ্চলের কালিমাটি গ্রামের একজনের বাড়ি থেকে শাঁখামুটি সাপ উদ্ধার কে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায় এই সাপ দেখামাত্র স্থানীয় মানুষজনের ভিড় জমে এবং খবর দেওয়া হলে কিছুক্ষণের মধ্যে বনকর্মীরা উপস্থিত হয়। দীর্ঘ প্রচেষ্টার পর সাপটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী জঙ্গলের ছেড়ে দেওয়া হয়।