জলপাইগুড়ি: তিস্তায় লাল সতর্কতা, উদ্বেগ নদীপাড়ে, টানা বর্ষণে হু হু করে বাড়ছে তিস্তার জলস্তর
তিস্তায় লাল সতর্কতা, উদ্বেগ নদীপাড়ে। টানা বর্ষণে হু হু করে বাড়ছে তিস্তার জলস্তর। জল পরিমাপক খুঁটির উপর দিয়েই বইছে নদীর জল। মঙ্গলবারও তিস্তায় লাল সতর্কতা জারি রয়েছে। পাহাড় ও সমতলের বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে নদী। এর জেরেই বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মেখলিগঞ্জ এলাকায় লাল সতর্কতা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি দোমোহনি এলাকায় সতর্কতামূলকভাবে জারি হয়েছে হলুদ সতর্কতা। নদীতে টানা জল ছাড়ার ফলে দুই তীরবর্তী অঞ্চল জলে ভরতি হয়ে উঠেছে। হঠাৎ জলস্তর বৃদ্ধি পাওয়ায় নদীপাড়ের বাসিন্দ