কুলতলির বি এল এণ্ড এল আর ও অফিস থেকে একাধিক জমির চরিত্র বদল করা হচ্ছে, এমনই অভিযোগ করলেন ভারতীয় জনতা পার্টির জয়নগর সাংগঠনিক জেলার একাধিক নেতা কর্মীরা। আজ তারা জামতলা দলীয় কার্যালয় থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কি জানাচ্ছেন শুনুন তাদের কথা।
কুলতলি: কুলতলীর একাধিক এলাকার জমির চরিত্র বদল করা হচ্ছে এমনই অভিযোগ বিজেপির নেতা নেত্রীর - Kultali News