আজ পানিসাগর আর সি পি কলেজে আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস ২০২৫ ও জেলা ভিত্তিক গেম তথা রাজ্য ভিত্তিক পেরা গেম সিলেকশন ২০২৫ অনুষ্ঠানের উদ্ভোধন হয়। উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি শ্রীমতি অপর্ণা নাথ মহোদয়া। উত্তর ত্রিপুরা জেলার বিশিষ্ট সমাজসেবী শ্রদ্ধেয় কাজল দাস মহাশয়। জেলা পরিষদের দুজন সম্মানিতা সদস্যা বাসনা দাস পুরকাস্ত এবং কবিতা দেব মহোদয়া,পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এবং ডিপার্টমেন্টের আধিকারিকরা