হলদিবাড়ি থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন এক বাংলাদেশী নাগরিক। শনিবার রাতে হলদিবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম মহম্মদ মহুবর বয়স ৫৫ বছর । রবিবার দুপুরে পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর বাড়ি বাংলাদেশের ঢাকা ডিভিশনের মানিকগঞ্জ এলাকায়। পুলিশ ওই বাংলাদেশী নাগরিকের কাছ থেকে বাংলাদেশের টাকা উদ্ধার করেছে।