আলিপুরদুয়ার ১: নদী ভাঙনে চিন্তা বাড়ছে আলিপুরদুয়ার -1 ব্লকের বিভিন্ন এলাকায়,ভুটানের নামা জলের প্রভাব এখনও
একদিকে বৃষ্টি।আরেক দিকে ভুটান থেকে নামা জল। দুটোতেই কয়েকদিন আগে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন নদী ফুলে ফেঁপে উঠেছিল।সেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। নদী গুলোয় জল কমছে।তবে জল কমতেই দেখা দিয়েছে ভাঙন।রায়ডাক,সংকোশ,পানা,শীলতোর্ষা, কালজানির মত নদীর ভাঙন দেখা দিয়েছে।ভাঙনের বিষয়টি নজরে এসেছে সেচ দপ্তরেরও। কোন এলাকায় কি ক্ষতি হয়েছে সেটা খতিয়ে দেখা শুরু হয়েছে।