কৃষ্ণনগর ১: কৃষ্ণনগর জেলা পুলিশের নির্দেশ অমান্য করে জাতীয় সড়কে চলছে টোটো; কারও প্রাণ যাক চাই না, বলেন কৃষ্ণনগর সদর ট্র্যাফিকের IC
কৃষ্ণনগর জেলা পুলিশের বারবার অনুরোধ শর্তেও প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জাতীয় সড়কের উপর চলছে ব্যাটারি চালিত টোটো।কৃষ্ণনগর জেলা পুলিশের পক্ষ থেকে সেভ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রাম করে বার বার সচেতন করা হয় ব্যাটারি চালিত টোটো চালকদের। সচেতন করার পরেও প্রশাসনের নিষেধাজ্ঞা শুনছে না টোটো চালকরা।