হলদিবাড়ি গ্রামীণ হাসপাতাল থেকে শুধু রেফার নয়! সেখানে স্টেট জেনারেল হাসপাতাল চালু করার দাবি। পূনরায় ময়নাতদন্তের ব্যবস্থা, যথাযথ চিকিৎসক নিয়োগ সহ মোট সাত দফা দাবিতে হলদিবাড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিককে স্মারকলিপি দিলো এসইউসিআই দলের যুব সংগঠন এআইডিওয়াইও। সোমবার বিকেলে স্মারকলিপি প্রদান করেন তারা। উপস্থিত ছিলেন সংগঠনের ব্লক কমেটির সভাপতি সুকান্ত রায়, সম্পাদক রুস্তম সরকার, ব্লক কনভেনর বুলবুল সরকার সহ অনেকেই।