বিশালগড়: দুই পাচারকারী ভাইয়ের হাতে আক্রান্ত অসহায় পরিবারের দুই ছেলে,ঘটনা মধুপুর
দুই পাচারকারী ভাইয়ের হাতে আক্রান্ত অসহায় পরিবারের দুই ছেলে। শেষ পর্যন্ত সেই অসহায় পরিবারের দুই ছেলে অভিযুক্ত দুই পাচারকারী ভাইয়ের বিরুদ্ধে মধুপুর থানায় শুক্রবার রাত ৯ টা নাগাদ মামলা দায়ের করে। ঘটনার বিবরণে জানা যায় কোনাবন হরিহরদুলা এলাকার সুকুমার দাসের দুই ছেলে রাজীব দাস এবং বিশ্বজিৎ দাস ঐ এলাকার দুই পাচারকারী হিসেবে পরিচিত পিংকা দেবনাথ এবং সুশান্ত ।