কৃষ্ণনগর ২: SIR সহ কেন্দ্রের জনবিরোধী নীতি ও রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে শুরু হলো CPIML এর নদীয়া সম্মেলন
SIR সহ কেন্দ্রের জনবিরোধী নীতি ও রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে শুরু হলো CPIML এর নদীয়া সম্মেলন, ১৪ ই সেপ্টেম্বর রবিবার সকাল ১১ টায় শুরু হলো সিপিআই এম এল লিবারেশনের ,১৬ তম নদীয়া জেলা সম্মেলন প্রথমে রক্ত পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ধুবুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির সভা কক্ষে। এদিনের সম্মেলনের পতাকা উত্তোলন করেন ধুবুলিয়া এলাকার পার্টির বরিষ্ঠ সদস্য জয়কৃষ্ণ পোদ্দার, এরপর শহীদবেদিতে মাল্যদান ও শহীদদের প্রতি শ্রদ্ধা এক মিনিট নীরবতা পালন করা হয়। এদিনের সম্মেলনে