ডোমকল: ডোমকলে বিয়ের মাঝেও থামেনি কর্তব্য: প্রীতিভোজ অনুষ্ঠান ছেড়ে SIR এন্ট্রিতে ব্যস্ত ইসলামপুরের BLO মুস্তাক আহম্মেদ
রাজ্যে গত ৪ নভেম্বর থেকে শুরু হয়েছে sir প্রক্রিয়া। আর শুরুর দিক থেকেই ঘুম উড়েছে Blo দের। না খাওয়া, না ঘুম। সর্বত্রই পড়ে রয়েছেন তাদের কাজ নিয়ে। এদিকে কিছুদিন পর আবার blo দের নতুনভাবে অ্যাপে এন্ট্রির দায়িত্বোও দিয়েছেন খোদ blo দেরকেই। তাতেই চরম সমস্যায় পড়েছেন blo রা। শুধু তাইই নয়, বাড়ি বাড়ি ফর্ম বিতরন থেকে ফর্ম সংগ্রহ। তথ্য সঠিক যাচাই করে এন্ট্রি। এতেই চাপের মধ্যে রয়েছেন তারা। অন্যদিকে আবার কারোর বাড়ি থেকে বহু দুরে পড়েছে বুথের ভোটারদের ফর্ম