পুরুলিয়া ২: পুরুলিয়ার রাঁচি রোড কালীপুজোর এবার সুবর্ণজয়ন্তী বর্ষ মন্ডপ সজ্জা সকলে নজর কাড়ছে
পুরুলিয়ার রাচি রোড কালীপুজোর এবার সুবর্ণজয়ন্তী বর্ষ আর সেই সুবর্ণ জয়ন্তী বর্ষে একদিকে যেমন মন্ডপ শয্যায় নজর গেড়েছে অন্যদিকে তেমনি প্রতিমা ও অন্যান্য অনুষ্ঠানেও সকলের নজরে রয়েছে এবারে এই পুজো। রয়েছে নানান অনুষ্ঠান সপ্তাহ ধরে