কাটোয়া ২: প্রয়াত মীনাক্ষী ব্যানার্জীর স্মৃতিতে জগদানন্দপুর স্কুলে প্রীতি ভোজন, হাজির বিডিও সহ বিশিষ্টরা
পূর্ব বর্ধমান জেলার খাঁজুটি গ্রামের প্রয়াত মীনাক্ষী ব্যানার্জীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কন্যা অত্তিকা চ্যাটার্জীর উদ্যোগে সোমবার বিশেষ প্রীতি ভোজনের আয়োজন করা হয় সোমবার দুপুরে কাটোয়া ২ ব্লকের জগদানন্দপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। উপস্থিত ছিলেন কাটোয়া ২ ব্লকের বিডিও আসিফ আনসারী, কাটোয়া পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শুভজিৎ মণ্ডল, কাটোয়া ২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম ঘোষাল ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার ভট্টাচার্য।