আলিপুরদুয়ার ২: পাঁচ বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতন গ্রেপ্তার গীতালদহ এলাকার ফেরিওয়ালা
ভিন জেলা থেকে ফেরি করতে এসে এক শিশুকন্যার উপর যৌন নির্যাতন চালিয়েছেন এমন অভিযোগে গ্রেফতার করা হয়েছে ফেরিওয়ালাকে। শামুকতলা থানা এলাকার এক পাঁচ বছরের শিশু কন্যা কে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে কোচবিহার জেলার দিনহাটা গীতালদহ এলাকার এক ফেরিওয়ালার বিরুদ্ধে। ফেরিওয়ালার বিরুদ্ধে শিশু কন্যার বাবা লিখিত অভিযোগ জানানোর পরেই তাকে গ্রেফতার করা হয়েছে। এমনটাই জানিয়েছেন শামুকতলা রোড ফাঁড়ির পুসি সঞ্জীব মোদক সোমবার রাত নটা নাগাদ।