লহরিয়া সুন্দরী অযোধ্যা পর্যটন কেন্দ্রে প্রশাসনিক সমন্বয় সভা আয়োজিত হল মঙ্গলবার সন্ধ্যা ছটায় পর্যন্ত। এদিন লহরিয়া শিব মন্দির প্রাঙ্গনে সভাটি অনুষ্ঠিত হয়। লহরিয়া সুন্দরী অযোধ্যা পর্যটন কেন্দ্রের সদস্য, গাড়ির মালিক ও ড্রাইভার, ব্যবসায়ী সহ পর্যটকদের বিভিন্ন পরিষেবা দেবার মালিকদের নিয়ে মূলত এই সভাটি আয়োজন করেন প্রশাসনের আধিকারিক গণ। মূল সভায় ছিলেন, ঝালদা এসডিপিও গৌরব ঘোষ, বাঘমুন্ডি থানার আইসি কৃষ্ণেন্দু বিশ্বাস, ব্লকের বিডিও আর্য তা, বাঘমুন্ডি রেঞ্জের রেঞ্জ