পুরুলিয়া ২: আগামী ১৯ তারিখ এবং ২১ তারিখ আদ্রা ভাগা আদ্রা দুটি মেমু প্যাসেঞ্জার ক্যানসেল থাকবে
আগামী ১৯ সেপ্টেম্বর এবং একুশে সেপ্টেম্বর এই দুদিন 68077. এবং 68078 এই দুটি মেমো প্যাসেঞ্জার ট্রেন ক্যান্সেল থাকবে । দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের একটি সূত্র থেকে জানা গিয়েছে রেলের প্রযুক্তিগত কিছু কাজের জন্য ওই দুদিন উক্ত একজোড়া করে ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ।