২৬ এর নির্বাচন অপেক্ষামাত্র. তার আগে নিজেদের সংগঠনকে মজবুত করতে সাংগঠনিক বৈঠক শুরু করেছে বিজেপি. আজ শুক্রবার রাত্রি প্রায় নটা নাগাদ খড়্গপুরে আয়োজিত হয় বিশেষ সাংগঠনিক বৈঠক। খড়গপুর সদর 1 নম্বর মন্ডলের তরফে আয়োজিত হয় এই বৈঠক। এ দিনের বৈঠকে সংগঠনের কার্যকলাপ নিয়ে আলোচনা করা হয়, আগামী দিনের পথ চলার রূপরেখা সহ sir নিউ আলোচনা করা হয় বলে জানা গিয়েছে।