আড়শা: রুগড়ি গ্রামে ক্রিকেট ট্রুনামেণ্ট খেলার সূচনা গ্রামের মাঠে
Arsha, Purulia | Oct 5, 2025 শ্রী শ্রী দুর্গা পুজো উপলক্ষে আড়শা ব্লকের রুগড়ি গ্রামের মাঠে ক্রিকেট ট্রুনামেণ্ট খেলার সূচনা। আজ রবিবার। খেলায় মোট ১৬টি দল অংশ গ্রহণ করবে। উপস্থিত সহ সভাধিপতি সহ বিশিষ্ট সমাজসেবীরা।