কালীগঞ্জের মোলান্দি গ্রামে বোমা হামলায় নিহত তামান্না খাতুনের মায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি এবং প্রাক্তন সংসদ অধীর রঞ্জন চৌধুরী। উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেসের সভাপতি আবুল কাশেম সহ অন্যান্য নেতৃত্ব। মঙ্গলবার পাঁচ খেলায় একটি ফুটবল খেলায় অংশগ্রহণ করতে এসে তামান্নার মায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন অধীর রঞ্জন চৌধুরী। এদিন বেশ কিছুক্ষণ তামান্নার পরিবারের সঙ্গে কথা বলেন এবং দোষীদের বিরুদ্ধে লড়াইয়ের সঙ্গে থাকবেন বলে জানায়।