কাঁকসা: পানাগড়ে বইমেলায় চলছে হিন্দি গানের সাথে কোমর দুলিয়ে নাচ,সমাজমাধ্যমে তীব্র নিদা লেখক লেখিকা ও বই প্রেমীদের
গত দু দিন আগে পানাগড় বাজারে শুরু হয় বই মেলা।সেই বইমেলায় বেশ কিছু বইয়ের দোকানও দেওয়া হয়েছে।বই মেলার সূচনা করেছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।তবে সেই মেলায় ক্রেতার দেখা না মিললেও সন্ধ্যা হলে মঞ্চে হিন্দি ও বাঙলা সিনেমার গানের সাথে কোমর দুলিয়ে নাচতে দেখা যাচ্ছে পানাগড় বাসীকে।আর সেই ভিডিও সমাজ মাধ্যমে পোষ্ট হতেই নিন্দার ঝড় উঠতে শুরু করে বিভিন্ন মহলে।তীব্র নিন্দা জানিয়েই লেখক লেখিকা ও বই প্রেমী মানুষরা জানিয়েছেন,বই মেলার নামে অপসংস্কৃতি চলছে।