বালি-জগাছা: হাওড়া পুরসভা ৪৯ নম্বর ওয়ার্ড দাস নগর এলাকায় চলছে এনুমারেশন ফর্ম বিলির কাজ
হাওড়া শিবপুর বিধান সভা কেন্দ্রের পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডে চলছে এসআইআর এর ফর্ম বিলি। এই ওয়ার্ডের ১২০/১২১ নম্বর বুথে প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করতে দেখা গেল। সঙ্গে যারা বিএলএ আছেন তাদের থেকে অনেক সাহায্য পাচ্ছেন বলে জানান বিএলও। এমনকি যদি কোন ব্যক্তির এই বিষয়ে কোন প্রশ্ন থাকে তাহলে তারও উত্তর দিচ্ছেন বিএলও। ওনার এই কাজে খুশি এলাকাবাসি।