দিনহাটা ১: গোবরাছড়া বানিয়াদহ নদীর ব্রিজে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল একজনের , আহত আরো এক
গোবরাছড়া বানিয়াদহ নদীর ব্রিজে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল একজনের , আহত আরো এক। সোমবার রাত দশটা নাগাদ এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জানাজায় দুই ব্যক্তি বাইক চালিয়ে নয়ার হাটের দিক থেকে দিনহাটার দিকে আসছিল সেই সময়দিনহাটা কুর্ষাহাট রাজ্য সড়কের গোবড়াছড়া বানিয়াদহ নদীর ব্রীজ এলাকায় নিয়ন্ত্রণ না হারিয়ে রাস্তার পাশে গাড়িটি ছিটকে গিয়ে ব্রিজের