লরি চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু রাজনগরের বারুদখানা গ্রামের এক ফেরিওয়ালার। শুক্রবার বিকেলে দেহ পৌঁছলো গ্রামের বাড়িতে। রাজনগরের বারুদখানা গ্রামের এক ফেরিওয়ালা চন্দ্রপুর থানার অন্তর্গত হীরাখুনি মোরে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন। সেই সময়ই ওই রাস্তা দিয়ে যাওয়া ট্রান্সপোর্ট এর একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং ওই ফেরিওলা চাপা পড়েন। মর্মান্তিক মৃত্যু হয় সেখ দানিশ নামে পঞ্চাশোর্ধ ওই ফেরিওয়ালার।