শান্তিরবাজার: রামচন্দ্র পাড়ার PM JANMAN স্কীমের মাধ্যমে প্রায় ৬০ লক্ষ অর্থ ব্যয়ে মাল্টিপারপাস নির্মাণ কাজের উদ্বোধন করেন মন্ত্রী
রাজ্যে সরকারের TRP & PTG দপ্তররের সহযোগিতা রাজ্যের রিয়াং সম্প্রদায়দের জন্য প্রতিনিয়ত উন্নয়ন মূলক কাজ করে চলেছে, তৎসঙ্গে নতুন প্রকল্প সংযুক্ত হল প্রধানমন্ত্রী PM JANMAN এই স্কিমে অধীনে রিয়াং সম্প্রদায়দের জন্য স্বাস্থ্য শিক্ষা, পানীয় জল, রাস্তা, বিদ্যুৎ বিবিধ কাজ করছে। দক্ষিণ জেলার ও গোমতী জেলার, করবুক আর ডি ব্লকের অধীনে রামচন্দ্র পাড়ার PM JANMAN স্কীমের মাধ্যমে প্রায় ৬০ লক্ষ অর্থ ব্যয়ে মাল্টিপারপাস নির্মাণ কাজ শেষে ১৬ই সেপ্টেম্বর বেলা তিনটা নাগাত