আরামবাগ: পুজোয় শিশুদের খুশি করতে পারুলের একটি মণ্ডপ থেকে উপহার প্রদান পুলিশের
পুজোয় শিশুদের খুশি করতে উপহার প্রদান পুলিশের।সোমবার আরামবাগের পারুল এলাকায় একটি পুজো মণ্ডপ থেকে প্রায় 100 জন বাচ্চাদের হাতে বই খাতা, কালার পেসন্সিল তুলে দেয় আরামবাগ থানার পুলিশ।আরামবাগ SDPO সুপ্রভাত চক্রবর্তীর উদ্যোগে আরামবাগ থানার IC রাকেশ সিং সহ অন্যান্য পুলিশ কর্মীরা সেই উপহার বাচ্ছাদের হাতে তুলে দেন।পুজো উপলক্ষে অনেকেই বস্ত্র দান করছে তার বাচ্ছাদের খুশি করতে এই ধরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান SDPO।