মানিকচক: মসজিদ ভাঙ্গনে তলিয়ে যাওয়া থেকে বাঁচাতে কামালতিপুর জুড়ে কাজের দাবী করছে এলাকাবাসী
অত্যন্ত তীব্র ভাঙ্গনে কামালতীপুরের মসজিদের নিজ থেকে মাটি সরে যাওয়ায় বিপদজনক অবস্থায় রয়েছে মসজিদ। মসজিদ জুড়ে ফাটল রয়েছে অনেকটা অংশ যে কোন সময় ভেঙে তুলে যেতে পারে এমন পরিস্থিতিও রয়েছে। এ আশঙ্কা আতঙ্কের মাঝেই এলাকাবাসী গঙ্গা নদীর জলস্তর কমে যাওয়ায় চাইছেন দ্রুততার সাথে প্রশাসন কাজ করুক এবং ভাঙ্গন থেকে মসজিদ বাঁচাতে পাকাপোক্তভাবে কাজ হোক। বস্তা ফেলে এলাকাজুড়ে কাজ করা হলেও সঠিক ভাবে ভাঙ্গন দূর করতে কাজের দাবী এলাকাবাসীর।