উত্তর বাংলার জনপ্রিয় লোকসংগীত ভাওয়াইয়াকে কেন্দ্র করে মেখলিগঞ্জ বিধানসভার জামালদহে শুরু হল অষ্টম বর্ষের ‘গচিবুনা’ ভাওয়াইয়া উৎসব। ৩ ও ৪ জানুয়ারি দু’দিনব্যাপী এই উৎসবের সূচনা হয় শনিবার ভোরে ম্যারাথন দৌড়ের মাধ্যমে। এরপর শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা ও মঞ্চ উদ্বোধন অনুষ্ঠিত হয়। মঞ্চ উদ্বোধন করেন পরেশ চন্দ্র অধিকারী। আয়োজকদের লক্ষ্য রাজবংশী কৃষ্টি-সংস্কৃতি রক্ষা ও ভাওয়াইয়ার প্রচার। শনিবার ভাওয়াইয়া গানের প্রতিযোগিতা ও নাচ-গান পরিবেশন হয়।