কলকাতা: গড়ফায় শ্লীলতাহানি, অভিযুক্ত গ্রেফতার
কালীপুজোর রাতে গড়ফায় ঘটল চাঞ্চল্যকর ঘটনা। বাজি পোড়ানোর উৎসবের মধ্যেই এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে। অভিযোগ, সোমবার রাতে এক বান্ধবীর বাড়িতে বাজি পোড়াতে গিয়েছিলেন ওই তরুণী। সেখানেই ওই বান্ধবীর স্বামী মদ্যপ অবস্থায় তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন। ঘটনার পর আতঙ্কিত তরুণী তৎক্ষণাৎ স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে রাতেই তদন্তে নামে পুলিশ।