গাজোল: সুকলা পক্ষে দ্বিতীয়া তিথিতে ভ্রাতৃদ্বিতীয়া অর্থাৎ ভাইফোঁটা অনুষ্ঠিত হয়ে গেল গাজোল হরিদাস গ্ৰাম এলাকায়
Gazole, Maldah | Oct 23, 2025 কালীপুজোর রেশ কাটতে না কাটতেই আজ ভ্রাতৃদ্বিতীয়া অর্থাৎ ভাইফোঁটা।তাই এদিন বৃহস্পতিবার বেলা ১ টা নাগাদ সুকলা পক্ষে দ্বিতীয়া তিথিতে বাঙালিদের ঘরে ঘরে অনুষ্ঠিত হয় ,আজ ভ্রাতৃদ্বিতীয়া অর্থাৎ ভাইফোঁটা। তাই সকল দিদি বা বোনরা ভাই ফোটাকে কেন্দ্র করে সকাল থেকে চলছে ভাই ফোটার আয়োজন। এরপর নিয়ম নিষ্ঠা ভাবে বোন বা দিদিরা , ভাই বা দাদাদের কপালে চন্দনের ফোটা দিয়ে ভাইফোঁটা উদযাপিত হয়। তাই সারা রাজ্যের পাশাপাশি এই ভাই ফোঁটা দেখা গেলো মালদার গাজোল হরিদাস গ্রামে । তা