হবিবপুর: হবিবপুরে দুই তৃণমূল পঞ্চায়েত সদস্যকেই বিএলও পদে নিয়োগ, সরব বিজেপি
মানিকচকের পর এবার হবিবপুর ব্লকেও একই অভিযোগ। তৃণমূলের দুই গ্রাম পঞ্চায়েত সদস্য তথা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে ভোটার তালিকার সংশোধনের কাজে বিএলও হিসেবে নিযুক্ত করা হয়েছে বলে অভিযোগ বিজেপির।অভিযোগ অনুযায়ী, মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের ১২৪ নম্বর বুথের বি.এল.ও অসীম সরকার ও ১২৫ নম্বর বুথের বি.এল.ও মাথিয়্যাস মার্ডি — দুজনেই তৃণমূলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য।