লক্ষ লক্ষ টাকা প্রতারণা করে ভিন রাজ্যে চম্পট দিয়েও রক্ষা হলো না , মহিলাকে গ্রেপ্তার করলো বাগদা থানার পুলিশ । উত্তর ২৪ পরগনার মালিপোতা গ্রাম পঞ্চায়েতের কুজারবাগী গ্রামের বাসিন্দা একাধিক কারণ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা ধার নিয়েছিল । সাধারণ মহিলারা বিশ্বাস করে তাকে ধার দিয়েছিল । পরবর্তীতে দীর্ঘদিন ধরে টাকা ফেরত না দিতে পারায় মহিলারা বাগদা থানায় দারস্ত হয়ে জানতে পারেন ওই গ্রামের ১৫ থেকে ২০ জন মহিলার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ধার নিয়েছেন ।