ঝালদা ২: রেল অবরোধকে কেন্দ্র করে কোটশিলা জংশনে পুলিশ ও কুড়মী সমাজ সমর্থকদের মধ্যে খন্ড যুদ্ধ, বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত
আজ ২০ সেপ্টেম্বর আদিবাসী কুড়মী সমাজের ঢাকা রেল অবরোধকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো পুরুলিয়া মুরি শাখার কোটশিলা জংশনে । অবরোধকারীদের সঙ্গে পুলিশের খন্ড যুদ্ধ এবং ধস্তাধস্তিতে তে উত্তেজনা ছড়িয়ে পড়ে । অবরোধকারীদের ছোঁড়া পাথরের আঘাতে পুলিশ আধিকারিকসহ বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন । তাদের কোটশিলা হাসপাতাল এবং পুরুলিয়া মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে ।