সামশেরগঞ্জ: অতি বৃষ্টির জেরে গঙ্গা ভাঙ্গন শুরু হল শামসেরগঞ্জের চাচন্ড গ্রামে,তলিয়ে গেল একটি দুর্গা মন্দির চাঞ্চল্য এলাকায়
আবারো অতিবৃষ্টির জেরে মুর্শিদাবাদের ভাঙ্গন। মুর্শিদাবাদে ভাঙ্গন কবলিত এলাকা নামে পরিচিত শমসেরগঞ্জের বিস্তীর্ণ এলাকা, এদিন সন্ধ্যা থেকেই শুরু হয় চাচন্ড গ্রামে ভাঙ্গন, তলিয়ে গেল একটি দুর্গা মন্দির। চাঞ্চল্য এলাকা জুড়ে।