রায়গঞ্জ: চাঁদার জুলুমে ফের উত্তপ্ত বন্দর, ট্রাক থামিয়ে ৫০,০০০ দাবি,পথ অবরোধ বিক্ষোভ করে বিক্ষোভ ব্যবসায়ীদের,ঘটনাস্থলে পুলিশ
রায়গঞ্জ বন্দরে ফের চাঁদা চাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা। মঙ্গলবার দুপুরে লঙ্কা বোঝাই একটি ট্রাক থামিয়ে ৫০ হাজার টাকা চাওয়ার অভিযোগ ওঠে বন্দরের এক ক্লাবের কয়েকজন সদস্যের বিরুদ্ধে। ব্যবসায়ী কার্তিক সাহা জানান, ট্রাকচালকদের মারধরও করা হয়। ঘটনাকে ঘিরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।