‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে হিড়বাঁধ ব্লকের বিভিন্ন বুথ পরিদর্শন করলেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী ও রানিবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডি। তিনি বলেন, কংক্রিট রাস্তা, আলো, ড্রেনের উন্নয়ন থেকে বাংলা আবাস যোজনার গৃহ নির্মাণ -প্রতিটি কাজেই প্রকল্পের সুফল পাচ্ছেন স্থানীয়রা। পরিষেবা ঘরে ঘরে পৌঁছনোর ফলে হাসি ফুটেছে হীড়বাঁধের সাধারণ মানুষের মুখে। উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে বলেই আশাবাদী প্রশাসন।