পুরাতন মালদার মুচিয়ার আদমপুর এলাকায় মা জহুরা দিব্যলোক মালদা শাখার উদ্যোগে মহামায়া উৎসব অনুষ্ঠিত হল। শনিবার বিকেল থেকেই উৎসবস্থলে উপচে পড়ে ভক্তদের ভিড়। সারাদিন ধরে ভক্তি ও আধ্যাত্মিক পরিবেশে চলে পূজা-অর্চনা। পাশাপাশি উৎসব উপলক্ষে বসে বর্ণাঢ্য মেলা, যেখানে নানা দোকান ও আনন্দের আয়োজন উপভোগ করেন সাধারণ মানুষ।পাশাপাশি ভক্তদের জন্য মহাভোগের আয়োজন করেন কমিটির কর্মকর্তারা।