হবিবপুর: হরিশ্চন্দ্রপুরে সার্বজনীন শ্রী শ্রী ছট পূজা উপলক্ষে চলছে ঘাট সংস্কার ও আলোকসজ্জা,প্রতিমা স্থাপনের প্রস্তুতিও তুঙ্গে
হবিবপুর ব্লকের বৈদপুর অঞ্চলের হরিশ্চন্দ্রপুর এলাকায় জোরকদমে চলছে ছট পূজার প্রস্তুতি। বৃহস্পতিবার দুপুরে এমনই চিত্র ধরা পড়েছে এলাকাজুড়ে।প্রত্যেক বছরের মতো এবারও হরিশ্চন্দ্রপুর যুব সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত হচ্ছে সার্বজনীন শ্রী শ্রী ছট পূজা। হরিশ্চন্দ্রপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন বিলে পুজো উপলক্ষে তৈরি করা হচ্ছে ঘাট। চলছে ঘাট সংস্কার ও আলোকসজ্জার কাজ। একইসঙ্গে প্রতিমা স্থাপনের প্রস্তুতিও তুঙ্গে।