ফরিদপুর দুর্গাপুর: দুর্গাপুর বিধান নগরের আমরা কজন ক্লাবের শ্যামা পুজো ২৭ বছরে পদার্পণ করল, বরণের পর মাকে নিরঞ্জনার পথে নিয়ে যাওয়া হয়
দুর্গাপুর বিধান নগরের আমরা কজন ক্লাবের শ্যামা পুজো ২৭ বছরে পদার্পণ করলো। বুধবার রাত সাড়ে দশটায় মাকে নিরঞ্জনার পথে নিয়ে যাওয়া হয়।ক্লাবের উদ্যোক্তাদের মধ্যে ছিল চরম উত্তেজনা। প্রথমে শ্যামা মাকে মহিলারা বরণ করার পর নিরঞ্জনের উদ্দেশ্যে রওনা দেন। দুর্গাপুরের ২৪ নম্বর ওয়ার্ডের অর্জুন বাঁধে মাকে বিসর্জন করা হয়।