মেদিনীপুর: নিয়ম অনুযায়ী কাজ করছে না blo রা, মেদিনীপুরে জেলাশাসকের দপ্তরে লিখিত অভিযোগ জানালো জেলা বিজেপি
নির্বাচন কমিশনের নিয়ম না মেনে নিয়ম বিরুদ্ধে একাধিক কাজ করছেন বিএল ওরা। বাড়িতে বাড়িতে ফর্ম নিয়ে যাওয়ার পরিবর্তে গাছ তলায় বসে ক্যাম্প করে ফর্ম বিলী করছে বিয়ের ওরা, কোথাও আবার তৃণমূলের বি এল এদের হাতে দেওয়া হচ্ছে ফর্ম। এমনই একাধিক অভিযোগ নিয়ে এবার জেলাশাসকের দ্বারস্থ হল জেলা বিজেপি।