রায়গঞ্জ: ফের দুঃসাহসিক চুরি বীরনগরে,বাড়ি ফাঁকা পেয়ে লুটপাট, সোনা-রূপো-টাকা সব গায়েব,তদন্তে পুলিশ
রায়গঞ্জের বীরনগরে ফের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। প্রায় এক মাস পর মঙ্গলবার সকালে বাড়ি ফিরে স্বপ্না নাগ দেখেন ঘরের ভেতর দরজা বন্ধ। কোনক্রমে ভিতরে ঢুকে দেখা যায় আলমারি ও আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। অভিযোগ, ঘর থেকে ২ ভরি সোনা, ২২ ভরি রুপোর গহনা, মূল্যবান বাসনপত্র ও প্রায় লক্ষাধিক টাকা চুরি হয়েছে। চুরির আগে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ায় সিসিটিভিতে কিছুই ধরা পড়েনি। ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে।