দেশপ্রাণ: মঙ্গোলিক শঙ্খ ধ্বনী ও প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে আজ জগদ্ধাত্রী পুজোর সূচনা করলো জালালখাঁ বাড় জাগরণী সংঘ,সূচনায় সাংসদ
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার ২০নং ওয়ার্ডে লালখাঁবাড় জাগরণী সংঘ আয়োজিত সার্বজনীন শ্রীশ্রী জগদ্ধাত্রী পুজোর শুভ সূচনা আজ। চলবে আগামী পাঁচ দিন ধরে। আজ শুভ সূচনা করেন কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমেন্দু অধিকারী। এছাড়াও উপস্থিতছিলেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমাজসেবী গন। জালালখাঁবাড় জাগরণী সংঘের সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোর সূচনা হল আজ। চলবে আগামী পাঁচ দিন ধরে। প্রতিদিনই থাকছে নানান মনোজ্ঞ সাংস্কৃতিকঅনুষ্ঠান,ক্রীড়ানুষ্ঠান,যাত্রানুষ্ঠান এবং